চট্টগ্রাম চিড়িয়াখানা

  • Thu

    21 Nov
  • Fri

    22 Nov
  • Sat

    23 Nov
  • Sun

    24 Nov
  • Mon

    25 Nov

নিয়মিত প্রবেশ টিকেট

21-11-2024, Thursday

User Avatar

দর্শনার্থী প্রবেশ সময়সূচীঃ

  • সকাল ০৮:০০ – বিকাল ০৫:০০

টিকেটের মূল্যঃ

  • প্রবেশ টিকেটঃ
  • প্রবেশ টিকেটঃ ৭০/- টাকা
  • জেলা প্রশাসন, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ও নিবিড় তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলার একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানাটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ১০.২ একর জমির উপর প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ ও জেব্রা এছাড়াও রয়েছে ভল্লুক, সিংহ, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, বাঘদাশ, উঠপাখি, ইমু, গয়াল, কুমির, ময়ূর, ঘোড়া , বক, টিয়া সহ ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি।
    চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৮ সালে বাংলাদেশে জন্ম নেয়া প্রথম সাদা বাঘটি পর্যটকদের জন্য বিশেষ একটি আকর্ষণ। হাজার হাজার মানুষ এটি দেখতে ভিড় করছে। এ চিড়িয়াখানায় গড়ে তলা হয়েছে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক এভিয়ারি ( পক্ষীশালা) যেখানে বিরল প্রজাতির ম্যাকাও পাখিসহ তিন শতাধিক পাখি রয়েছে। চিড়িয়াখানা প্রাঙ্গণে ও পাহাড়ি জায়গায় বৃক্ষরোপণ ( ফলজ, ফুলজ ও উদ্ভিজ) করে চিড়িয়াখানার পরিবেশগত সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নেঃ
জেলা প্রশাসন, চট্টগ্রাম
www.chittagong.gov.bd
কারিগরি সহযোগিতায়ঃ
স্পেকট্রাম আইটি সলিউশনস লিঃ
www.spectrum.com.bd